রাজধানীর সিদ্দিকবাজারে আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে একটি ভবনে বিস্ফোরণ হয়। এতে বেড়েই চলেছে লাশের সংখ্যা। এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে শতাধিক মানুষকে।
নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন লালবাগের ইসলামবাগের মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী আক্তার, প্রবাসী সুমন, কুমিল্লা মেঘনা উপজেলার নলচড় গ্রামের জুতা ব্যবসায়ীর ছেলে মো. মমিন, যাত্রাবাড়ীর শেখদী পশ্চিম পাড়ার মোশাররফ হোসাইনের ছেলে মুনসুর হোসাইন (৪০), বরিশাল কাজীরহাট চরসন্তশপুর গ্রামের ইসহাক মৃধা (৩৫), বংশাল আলুবাজারের মো. ইসমাইল হোসেন (৪২), কেরানীগঞ্জের দক্ষিণ চুন কুটিয়া মাস্টার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাহাদ এবং চাঁদপুর মতলব উপজেলায় পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলামিন (২৩)।
জানা গেছে, বিস্ফোরণের পর উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মোট পাঁচটি অ্যাম্বুলেন্সে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
Leave a Reply