ইউক্রেনের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শনিবার জেলেনস্কি এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন। সেখানে তিনি বলেন, ‘দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ওপর এ শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।’
এ নিয়ে গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বেশ কয়েকজন কর্মকর্তাকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডার রুসলান শনিবার চাকরিচ্যুত করেন জেলেনস্কি।
এর আগে, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলেনস্কির একজন ঘনিষ্ঠ উপদেষ্টাসহ গত ২৪ জানুয়ারি বেশ কয়েকজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পশ্চিমা দেশগুলির আস্থা নষ্ট করতে পারে এমন দুর্নীতির জন্য শূন্য সহনশীলতা দেখানোর জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে কিয়েভ সরকার। যারা দান করা অস্ত্রের বিশাল চালান এবং কোটি কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে দেশটি টিকিয়ে রেখেছে।
Leave a Reply