নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ ‘সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার মো: জামান কাজল (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী জানান, সোমবার রাতে কাজল মারা গেছে বলে খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাচ্ছি। লাশ আনার প্রস্তুতি চলছে।
নিহত কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
এতে গুলিবিদ্ধ হন কালসহ আরেকজন। এর মধ্যে কাজলের অবস্থা গুরুতর ছিল।
এদিকে, এ ঘটনায় রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী অভিযুক্ত আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। মামলায় আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার বিকেলে দুই আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালত আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply