1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

হাসপাতালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৪

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

পূর্ব ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাসপাতালটির নার্স-চিকিৎসক এবং রোগীসহ আরও ২৪ জন।

গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়- রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, লুহানস্কের ওব্লাস্ট অঞ্চলের নোভোআইদার শহরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেটের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলাটি চালায় ইউক্রেনীয় সেনারা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ।’ রাশিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যারা এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় সামরিক-বেসামরিক চিকিৎসাকর্মীসহ হাসপাতালটিতে কর্মরত অনেকেই হতাহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com