তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিয়িংচি শহরে তূষারধসে অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এই তথ্য জানিয়েছে।
শিনহুয়া আরো জানায়, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজের জন্য সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ খোঁড়ার জন্য ১ হাজার ৩৪৮ জন উদ্ধারকর্মী ও ২৩৬টি উপকরণ পাঠিয়েছে।
গ্লোবাল টাইমস পশ্চিম চীন অঙ্গরাজ্যের স্থানীয় সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ৫৩ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, যাদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় (গ্রিনিচ সময় ১২টা) মেইনলিং কাউন্টি ও মেদোগ কাউন্টির দোক্সোং লা সুড়ঙ্গের নির্গমন পথের মাঝামাঝি এক জায়গায় এই তূষারধস হয়। ফলে অনেক মানুষ ও যানবাহন দীর্ঘসময় আটকে থাকে।
দোক্সোং লা পর্বতের উচ্চতা প্রায় ৪ হাজার ৫০০ মিটার। এতে রয়েছে গভীর খাদ এবং সড়কের দোক্সোং লা অংশটি পাথুরে ও রুক্ষ। শিনহুয়া জানিয়েছে, উষ্ণ আবহাওয়ায় জোরালো বাতাসের প্রবাহ দেখা দেয়ায় তূষারধসের সূত্রপাত ঘটে।
Leave a Reply