ইরানের হাতে বর্তমানে চারটি পরমাণু বোমা বানানোর মতো পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। ইসরাইলের বিদায়ী সামরিকপ্রধান শুক্রবার এ তথ্য প্রকাশ করেছেন।
ইসরাইলি সরকারি সম্প্রসার প্রতিষ্ঠান কান জানায় যে বিদায়ী সেনাপ্রধান আভিভ কোচাভি সাংবাদিকদের বলেছেন যে ইরানের কাছে এখন চারটি পরমাণু বোমা বানানোর মতো পর্যাপ্ত সমৃদ্ধ মালামাল রয়েছে। এগুলোর তিনটি ২০ ভাগ, একটি ৬০ ভাগ।
তিনি জানান, গত তিন বছরে ইসরাইলি সেনাবাহিনী ইরানের পরমাণু প্রকল্পের সাথে সম্পর্কিত স্থাপনাগুলো ধ্বংস করতে ইরানে হামলা চালাতে তিনটি কর্মসূচি প্রস্তুত করেছে।
ইরানে ইসরাইলি সেনাবাহিনীর টার্গেট সম্পর্কে তিনি বলেন, ‘বড় ধরনের যুদ্ধ শুরু হলে সামরিক স্থাপনার পাশাপাশি আরো কিছু স্থানও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’
তিনি জানান, ইরানের অনেক ধরনের লক্ষ্যবস্তুতে হামলা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ইসরাইলি সেনাপ্রধান বলেন, লেবাননে হাজার হাজার হিজবুল্লাহ টার্গেটও রয়েছে। লক্ষ্যবস্তুর সংখ্যঅ তিন থেকে ছয় হাজার হবে।
আগামীকাল সোমবার ১৬ জানুয়ারি মেজর জেনারেল হারজি হ্যালেভি ইসরাইলি সেনাপ্রধান হিসেবে কোচাভির উত্তরসূরি হচ্ছেন।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply