1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকার’ শীতকালীন উৎসব ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‌‌‌‌‘৯৩ আমেরিকার’ উদ্যোগে পারিবারিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ জানুয়ারী) নিউইয়র্কের কুইন্স প্যালেসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন আশিক মাহমুদ । এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

‘৯৩ আমেরিকার’‌ খাইরুল ও শারমিনা সিরাজ সনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের মুল পর্ব শুরু হলেও তাদের সহযোগিতা করেছেন রাবু বিল্লাহ ও রবিন খান। সূচনা বক্তব্যে ‘৯৩ আমেরিকার’ অন্যতম এডমিন জাকারিয়া আগত বন্ধু এবং অতিথিদেরকে স্বাগত জানানোর পরে একে একে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাহবুব, সুয়েব, রিটন,মাসুদ সিরাজি, শাহ্‌ ফরিদ, পুতুল, তপন, সুজন, শাহাদাত, মাসুম, অলি,সামাদ, সাহেল,শহীদুল, পিন্টু নাজমুল,রিটন,লিটু, মিরানা, সোনিয়া, শামীম প্রমুখ ।

নিউইয়র্কের বাফেলো, ভার্জিনিয়, ডিসি, নিউজার্সি, নর্থক্যারোলিনা সহ অন্যান্য স্টেট থেকে আগত ‘৯৩ আমেরিকার’ সদস্যদের ফুলের তোড়া ও শুভেচ্ছা উপহার দিয়ে বরন করে নেন অর্গানাইজিং টিমের সদস্যবৃন্দ। নৃত্য পরিবেশন করে ‘৯৩ আমেরিকার’ শান্তর কন্যা সারাফ । এছাড়া সঙ্গীত পরিবেশন করেন রুপমের কন্যা চ্যানেল আই উত্তর আমেরিকার সেরাকণ্ঠ সেরা চতুর্থ ঈশাল । অনুষ্ঠানে আগত সকল বাচ্চাদের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেয়া হয়। তাহ্ রিনা প্রীতির মনোমুগ্ধকর কবিতা আবৃতি এক বিশেষ আবহের সূচনা করে। গান পরিবেশন করে ‘৯৩ আমেরিকার’ জয়নাল, জাকারিয়া, শাহ্‌ জুয়েল ও রবিন। এরমাঝে অনুষ্ঠানে আগত সকল বন্ধু পত্নী ও দুলাভাইদের হাতে তুলে দেয়া হয় সুদৃশ্য শীতের চাদর ও স্কার্ফ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশেষ বক্তব্য রাখেন ডঃ হাসান চৌধুরী, এটর্নি মঈনচৌধুরী , দুলাল বহেদু, আরিফ আহমেদ চৌধুরী, কাজী আমিনুল ইসলাম স্বপন, রিয়েলেটর নুরুল আজিম, আহসান হাবিব প্রমোটার আলম প্রমুখ। রাতের খাবার পরিবেশিত হয় ‘৯৩ আমেরিকার’ শেফ খলিলের “খলিল বিরিয়ানি” থেকে। সমাপনী বক্তব্যে ‘৯৩ আমেরিকার’ আশিক মাহমুদ নিউইয়র্কের বাহিরেও এমন অনুষ্ঠান আয়োজন করার আহ্বান জানিয়ে আগত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের প্রথমপর্বের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ‘৯৩ আমেরিকার’ দিনাত জাহান মুন্নী ও শাহ মাহবুবের প্রানবন্ত গান মধ্য রাত পর্যন্ত মাতিয়ে রাখে পুরো হলরুম।

উল্লেখ্য, ‘৯৩ আমেরিকা’ মূলত বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীদের ফেসবুকের মাধ্যমে গড়ে উঠা একটি বন্ধু সংগঠন। অনুষ্ঠানে ‘৯৩ আমেরিকার’ শতাধিক বন্ধু তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com