চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার প্রদেশিক স্বাস্থ্য কমিশনের প্রধান কান কুয়ানচেং এ তথ্য জানান । এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৬ জানুয়ারি পর্যন্ত প্রদেশটির ৮৯ শতাংশ মানুষের করোনা শনাক্ত হয়েছে।
হেনানের মোট জনসংখ্যা ৯ কোটি ৯৪ লাখ। কান কুয়ানচেংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, হেনানের ৮ কোটি ৮৫ লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত। গত বছরের শেষ দিক থেকে চীনে আবারও করোনার প্রকোপ শুরু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
২০২০ সাল থেকে শূন্য করোনা নীতির আওতায় চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। সম্প্রতি ওই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন দেশটির অনেক শহরের বাসিন্দা। এরপর চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। গত রবিবার কোয়ারেন্টিনের বিধি বাতিল করে চীন।
এদিকে চীনে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করার পর সম্প্রতি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। বৈঠকে অন্য দেশগুলো যাতে যথাযথ পদক্ষেপ নিতে পারে, সে জন্য করোনা সংক্রমণের চিত্রের হালনাগাদ সঠিক তথ্য নিয়মিত জানাতে চীনের প্রতি আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: গার্ডিয়ান
Leave a Reply