ফের রাজনৈতিক অস্থিরতায় উত্তাল পেরু। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। অগ্রিম নির্বাচন ও সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর জেল থেকে মুক্তির দাবিতে বিক্ষোভে নামলে এ সংঘাত হয়। খবর আল-জাজিরার।
দেশটির মানবাধিকার কার্যালয় গতকাল সোমবার জানায়, জুলিয়াকা শহরে বিক্ষোভকারীরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। এরপর সেখানে সংঘর্ষ দেখা দেয়। শহরটিতে সংঘর্ষে নিহতদের মধ্যে দুই কিশোরও আছে। এছাড়া কাছের আরেক শহর চুচুইতোতে বিক্ষোভকারীরা একটি হাইওয়ে অবরোধ করে। এতে একজন নিহত হয়েছে।
Leave a Reply