নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি বিগত তিন বছর যাবত নিয়মিত ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করে যাচ্ছে। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।
‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় তাজা শাকসব্জি, ফল, টিনজাত খাবার, দুধ, মাংস সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।
বিএএসজের ফুড ব্যাংক কার্যক্রমের সংবাদ গত ৩০ ডিসেম্বর, শুক্রবার নিউ জার্সির মূলধারার জনপ্রিয় পত্রিকা ‘দ্য প্রেস অব আটলান্টিক সিটি’ বিশাল কলেবরে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সহ কয়েকজন খাদ্য সহায়তা গ্রহনকারীর সাক্ষাতকার সংবলিত প্রতিবেদনটিতে বিএএসজের এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়েছে, যা মূলধারা সহ অন্যান্য কমিউনিটিতে বাংলাদেশী আমেরিকানদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক বিএএসজের “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক এর কার্যক্রম সম্পর্কিত সংবাদ প্রকাশ করায় ‘দ্য প্রেস অব আটলান্টিক সিটি’ কর্তৃপক্ষকে আন্তরিক
Leave a Reply