1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের সাক্ষাত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে একটা অনুরোধ করব,এখন যারা রেমিট্যান্স পাঠায়,তারা যেন হুন্ডিতে না পাঠিয়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠায়, সেই ব্যবস্থাটা করা। প্রবাসীদের দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তো অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। যারা ব্যবসা-বাণিজ্য করতে চায়,তারা কিন্তু সেখানে বিনিয়োগ করতে পারে। সে জন্য পার্টনার খুঁজে নিয়ে এলে আরও ভালো হয়। বিনিয়োগ যত আসবে তত ভালো। দেশে বিদেশি বিনিয়োগ বাড়ার কথা জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ ভালোই আসছে। বিদেশি বিনিয়োগ, সবার একটা ভালো আকাঙ্ক্ষা, বাংলাদেশের দিকে সবার দৃষ্টি।বিদেশি বিনিয়োগ বাড়ছে। গত ৪ঠা জানুয়ারি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ, যুগ্ম আহ্বায়ক ইফজাল চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোরশেদা জামান প্রমুখ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী জানান তারা দলের জাতীয় সম্মেলনে যোগদান করতে ঢাকায় গিয়েছিলেন সম্মেলনের পর সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন নেতাদের সাথে সাক্ষাত হয়েছে এবং দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে মূলত সাক্ষাতের জন্যই আমরা এতদিন ধরে চেষ্টা করে অবশেষে সাক্ষাত করলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com