1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আগামীকাল থেকেই মাঠে গড়াচ্ছে বিপিএল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

রাত ফুরালেই মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। লাল-সবুজের এক সুখী সংসার থেকে বেড়িয়ে ক্রিকেট পরিবারে এখন সাত ভাঙন। একতার বন্ধন ভেঙে ভিন্ন সমর্থন, ভিন্ন শিহরণ। তবে লক্ষ্য একটাই, সবারই শিরোপা চাই। এদিকে নতুন শুরুর পুরো গানে নানা বিতর্ক আর নানা সঙ্কটও যেন তাল মেলাচ্ছে। তবে পাওয়া না পাওয়ার অনেক গল্প নিয়েই আগামীকাল থেকে বিপিএল শুরু হচ্ছে।

বিশ্ব ক্রিকেটের সাথে তাল মেলাতে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের অনুসরণে ২০১২ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুর দিকে পর পর দুই বছর টুর্নামেন্টটি মাঠে গড়ালেও ফিক্সিং কাণ্ডে ২০১৪ সালে আসরটি আর অনুষ্ঠিত হয়নি। তবে পরের বছর আবারো মাঠে গড়ায় দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর।

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত টানা মাঠে গড়ায় এই ফ্রাঞ্চাইজি লিগ। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ২০১৮ আসর মাঠে গড়ায় ২০১৯ সালে। যদিও একই বছরের একেবারে শেষে আরো একটি আসর অনুষ্ঠিত হয়। অবশ্য তা ২০২০ সালও ছুঁয়ে ফেলে।

এরপর করোনা ভাইরাসের প্রভাবে ২০২০ ও ২০২১ সালে আর বিপিএল আয়োজন সম্ভব হয়নি। তবে ২০২২ সালে ফের মাঠে গড়ায় এই ফ্রাঞ্চাইজি লিগ। কিন্তু কিছুদিন পর পর এমন বিরতিতে রঙ হারাতে শুরু করে লিগটি। যার চূড়ান্ত ফলাফল দেখা যাচ্ছে এবারের আসরে।

এখন পর্যন্ত বিপিএলের আট আসর মাঠে গড়ালেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ অনুভব করেছে মোট চারটি দল। ফ্রাঞ্চাইজি মালিকানা ভিন্ন হলেও শিরোপা গেছে চারটি শহরের নামে। যেখানে তিনটি করে শিরোপা জিতেছে ঢাকা ও কুমিল্লা। আর একটি করে আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ও রাজশাহী।

কোন আসরে কারা চ্যাম্পিয়ন : ২০১২ (ঢাকা গ্ল্যাডিয়েটর্স)। ২০১৩ (ঢাকা গ্ল্যাডিয়েটর্স)। ২০১৫ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)। ২০১৬ (ঢাকা ডায়নামাইটস)। ২০১৭ (রংপুর রাইডার্স)। ২০১৯ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)। ২০১৯-২০ (রাজশাহী রয়েলস)। ২০২২ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

এবারের আসরে ফ্রাঞ্চাইজির মালিকানা পায়নি রাজশাহী। কুমিল্লা ও ঢাকার সামনে রয়েছে এককভাবে শীর্ষ শিরোপা জয়ী হওয়ার সুযোগ। তবে ছেড়ে কথা বলবে না রংপুরও। তারাও নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চাইবে। অন্যদিকে এখনো একবারও শিরোপার স্বাদ না পাওয়া বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রামের সামনে রয়েছে প্রথম শিরোপা জয়ের সুযোগ। তবে কে হাসে শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com