৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর আর্জেন্টাইনদের এই শিরোপা জয়ে নেপথ্যের কারিগর লিওনেল মেসি। ১৯৮৬ সালের পর ২০২২ সালে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আকাশী-নীল জার্সিধারীরা।
লে আলবিসেলেস্তেদের সেই নায়ককে নানান বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর রটে, আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডির বরাতে এ খবর জানায় দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ ম্যানেজার ফার্নান্দো আলোনসো জানিয়েছেন, বিষয়টি সত্য নয়। ব্যাংক ম্যানেজমেন্ট এ বিষয়ে কিছুই জানে না। আর এমন কোনো পরিকল্পনা এখনও হয়নি।
এদিকে বিভিন্ন ফ্যাক্ট চেক ওয়েবসাইট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির যে ছবিটা ভাইরাল হয়েছে, সেটা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটার কোনো ভিত্তি নেই।
Leave a Reply