1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

‘ভারতের কাছে হেরেই শক্তিশালী হয়ে ওঠে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

আর কিছুক্ষণ পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে দুদলই পরিস্কার ফেভারিট। তবে এই পাকিস্তান দলের টুর্নামেন্টের শুরুতে কি বাজে অবস্থায়ই না ছিল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর জিম্বাবুয়ের কাছেও হারতে হয়।

অন্যদিকে ভারত দাপুটে শুরু করলেও সেমিফাইনালে বিধ্বস্ত হয়ে বিদায় নেয়। এবার ফাইনালে মাঠে নামার আগে ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। তার দাবি, প্রথম ম্যাচে রোহিত শর্মার দলের কাছে হারলেও তারাই বেশি শক্তিশালী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেও বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস সেই ম্যাচ থেকেই পেয়েছিলেন তারা।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেনকে দেওয়া সাক্ষাৎকারে শাদাব বলেন, ‘আমরা নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছিলাম। জানতাম নিজেদের ১০০ শতাংশ দিতে পারলেই ফল অনুকূলে আসবে। আমরা সবাই নিজেদের ১০০ শতাংশই দিয়েছিলাম। হ্যাঁ আমরা ম্যাচটা শেষ করতে পারিনি। বুঝেছিলাম আমরা ওদের থেকেও ভালো দল।’
 উল্লেখ্য পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছিল ভারত। পাকিস্তানের সহ-অধিনায়ক আরও বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই বড়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওদের জন্যও গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচ জেতার জন্য সব সময় চেষ্টা করি আমরা। ছোট থেকে আমরা একটা কথাই শুনে এসেছি। অন্য কিছু তত গুরুত্বপূর্ণ নয়। বিশ্বকাপ জিততে পার বা না পার ভারতকে হারাতেই হবে। এই চাপটা এখন আমরাও অনুভব করি। খেললে তো চাপ থাকেই। না খেললেও চাপ থাকে।’

বিশ্বকাপে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের প্রথম দু’টি ম্যাচ হেরে যাওয়ার প্রসঙ্গে শাদাব বলেন, ‘ব্যক্তিগত ভাবে মনে করি দুটো ম্যাচে আমাদের যথেষ্ট দাপট ছিল। শেষ তিন বলে ম্যাচের ফলাফল ঠিক হয়েছে। দুটো ম্যাচেই দায়িত্ব ছিল মহম্মদ নওয়াজের ওপর। জয় আনতে না পেরে খুবই হতাশ হয়ে পড়ে নওয়াজ। আমার কাছে এসেছিল। নওয়া‌জ বলেছিল, ‘দু’ম্যাচের শেষ তিনটি বলের কথা কথা কিছুতেই ভুলতে পারছি না। একটায় তিন বলে ১৩ রান, অন্যটায় তিন বলে তিন রান।’ ওকে বলেছিলাম, আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছি। শুধু শেষ করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এই সব ম্যাচে চাপ থাকেই। নওয়াজ এমন এক জন ক্রিকেটার, যে সব সময় রান করে। রান না পেলেই চাপে পড়ে যায় একটু।’ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও নওয়াজ ভালো পারফর্ম করবেন বলে বিশ্বাস করেন শাদাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com