খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে এরইমধ্যে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জড়ো হয়েছেন। সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়ে যায়।
আয়োজকরা বলছেন, ‘দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। অনেকে বাধা বিপত্তি পেরিয়ে গতকাল শুক্রবার থেকেই খুলনা শহরে অবস্থান করছেন। তাদের ফিরতে হবে। এ কারণে দিনের আলোর মধ্যেই গণসমাবেশ শেষ করা হবে।’
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার দিকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপি খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
নগরের ফেরিঘাট মোড়ের সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখন সেখানে হাজারো মানুষের ঢল। এরই মধ্যে পূর্ব দিকে ডাকবাংলো মোড়, পশ্চিমে শিববাড়ি মোড় পর্যন্ত মানুষে পরিপূর্ণ।
জানা গেছে, সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।
খুলনা মহানগর বিএনপির নেতারা জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। থাকবে ড্রোন ক্যামেরায় নজরদারি। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ৪০০ স্বেচ্ছাসেবক।
Leave a Reply