চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানঝো শহরে সম্ভাব্য করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেনটাইনে রাখতে ব্যবহৃত হোটেল ধসের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪৯ জনকে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তবে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কমপক্ষে ২০ জন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোয়ানঝো শহরে পাঁচতলা ওই হোটেল ধসে পড়লে অন্তত ৭০ জন ভেতরে আটকা পড়েন।
কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির খবরে বলা হয়, ‘শিনজিয়া’ নামে হোটেলটি সম্ভাব্য করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেনটাইনে রাখতে ব্যবহৃত হচ্ছিল।
২০১৮ সালে চালু হওয়া হোটেলটিতে ৮০টি অতিথি কক্ষ রয়েছে। কী কারণে হোটেলটি ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি।
ফুজিয়ান ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৮৪৮ জন উদ্ধারকর্মী সাতটি প্রশিক্ষিত কুকুর নিয়ে ওই হোটেলের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছে।
Leave a Reply