বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়ায় পা রাখার কিছুটা আগে, একেবারে শেষ মুহূর্তে পাল্টে যায় বিশ্বকাপ দল। আসে দুটি পরিবর্তন। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের ফলে বাদ পড়ে যান সাব্বির রহমান ও সাইফুদ্দীন। তাদের বদলে দলে ফেরেন শরিফুল ইসলাম ও সৌম্য সরকার।
সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এ দলটাকেই সেরা বলছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দাবি, এখান থেকে সেরা ১১ জনকে নিয়ে মাঠে নামলেই সফল হবে বাংলাদেশ।
তিনি বলেন, ‘সেরা ১৫ ক্রিকেটার বিশ্বকাপের জন্য নির্বাচন করা হয়েছে। মাঝে যতগুলো ম্যাচ হয়েছে, সেখান থেকে পারফরম্যান্স বিচার করে চিন্তা-ভাবনা করতে হবে। আমরা দু’জন প্লেয়ার পরিবর্তন করায় এখন এটিই আমাদের টোটালি সেরা দল।’
এই সময় প্রতিনিয়ত দলের কম্বিনেশন ও একাদশ পরিবর্তন করা নিয়ে প্রশ্ন করা হলে নান্নু জানান, ‘এক্সপেরিমেন্ট যা করার আগেই করা হয়েছে। এখন আর নতুন করে কিছু করা হবে না। বেস্ট পসিবল সেরা ক্রিকেটটা যারা খেলতে পারে, ঐ এগারো জন নির্বাচন করা হবে।’
কন্ডিশন নিয়ে জানতে চাইলে নান্নু বলেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের সেরকম অভিজ্ঞতা নেই। বিগ ব্যাশেও আমাদের কেউ খেলে না। আমরা অনেক পিছিয়ে আছি। তবে মনে করি পূর্ব অভিজ্ঞতা থেকে মানিয়ে নিতে পারবো। আশা করি একদম প্রস্তুত হয়েই বাংলাদেশ মাঠে নামবে।
প্রস্তুত হবার শেষ সুযোগ হিসেবে আইসিসি নির্ধারিত দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যালান বোর্ডার ফিল্ডে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।
Leave a Reply