এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে তৃতীয় দল হিসেবে সুযোগ পেয়েছে হংকং। বুধবার বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ‘এ’ গ্রুপে উঠে আসে দলটি।
আগামী ২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। যেখানে ৩১ অগস্ট ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে হংকং। পরে পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচ ২ সেপ্টেম্বর।
এশিয়া কাপের মূল পর্বে যেতে হলে আমিরাতের বিপক্ষে হংকংকে জিততেই হত। কেননা এই ম্যাচের আগে তাদের ছিল চার পয়েন্ট। কুয়েতও চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে এসেছিল। কিন্তু হংকং জিতে যাওয়ায় ছয় পয়েন্ট নিয়ে তারাই মূল পর্বে উঠে এল।
আমিরাতের বিপক্ষে ১৪৮ রান তাড়া করে তিন বল বাকি থাকতেই জয় পায় হংকং। অধিনায়ক নিজাকাত ৩৯ রান করেন।
Leave a Reply