ব্রাজিলের কাছে এক হালি গোল হজম করে রীতিমতো বিধ্বস্ত হয় আর্জেন্টিনা।
সেই ক্ষোভ পেরুর ওপর ঝাড়েন আলবিসেলেস্তেরা। লাতিন আমেরিকার দেশটিকে ৪-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকায় দ্বিতীয় জয়ের খোঁজে ছিল আর্জেন্টিনা প্রমীলা ফুটবল দল।
এবার লাতিন আমেরিকার আরেক ফুটবলশক্তি উরুগুয়েকে হেসেখেলে হারাল আর্জেন্টিনা।
নারী কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে উরুগুয়ের জালে ৫ বার বল জড়িয়েছেন আর্জেন্টিনার নারী ফুটবলাররা। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ইয়ামিলা রদ্রিগেজ। পেরুর বিপক্ষেও একটি গোল করেছিলেন তিনি। টুর্নামেন্টে তার গোল হয়ে গেল চারটি।
ম্যাচে বাকি দুই গোল করেন এস্তেফানিয়া বানিনি ও এলিনা স্ট্যাবিলে।
৫ গোলের ম্যাচে প্রথম গোলটি আসে ৪৩তম মিনিটে। দূরপাল্লার এক শটে উরুগুয়ের জালে প্রথম বল জড়ান এস্তেফানিয়া বানিনি।
ওই ১ গোলই ছিল প্রথমার্ধের স্কোর।
দ্বিতীয়ার্ধে এসে ভয়ঙ্কর হয়ে ওঠেন আর্জেন্টিনার প্রমীলারা। ম্যাচের ৫১তম মিনিটে এসে নিজের প্রথম এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন ইয়ামিলা রদ্রিগেজ।
৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামিলা। এর ৫ মিনিটের মাথায় পূরণ করেন হ্যাটট্রিক। আর্জেন্টিনা ৪-০ গোলে এগিয়ে যায়।
নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে দালিলা ইপ্পোলিতোর পাস থেকে বল পেয়ে গোল করেন এলিনা স্ট্যাবিলে।
রেফারির শেষ বাঁশিতে ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওনেল মেসির দেশ। ভেনিজুয়েলারও পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা।
ম্যাচ হাইলাইটস দেখুন—
Leave a Reply