টি-২০ বিশ্বকাপের টিকিট পেয়ে গেল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। আর এর মাধ্যমে ১৬টি দলের নাম পাওয়া গেল।
আয়োজক হিসেবে চলতি বছর বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নমিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ গত টি-২০ বিশ্বকাপের ফলাফলের নিরিখেই যোগ্যতা অর্জন করে এবছরের টি-২০ বিশ্বকাপে। গত ফেব্রুয়ারিতে গ্লোবাল কোয়ালিফায়ার-এ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এবার গ্লোবাল কোয়ালিফায়ার-বি’এর মঞ্চ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।
শুক্রবার কোয়ালিফায়ারের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়ে ২৭ রানে পরাজিত করে পাপুয়া নিউ গিনিকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস ৭ উইকেটে হারিয়ে দেয় আমেরিকাকে। দু’টি সেমিফাইনালে পরাজিত দল ছিটকে যায় বিশ্বকাপের দৌড় থেকে। যদিও ২০২৪ সালে আমেরিকার সামনে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ চলে আসতে পারে, যেহেতু তারা টুর্নামেন্টের সহ-আয়োজক।
প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রান তোলে। চাকাবভা ৩০, এরভাইন ৩৮, ওয়েসলি ৪২, সিকন্দর রাজা ২২, উইলিয়ামস ২২, শুম্বা অপরাজিত ২৯ ও রিয়ান অপরাজিত ১০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে ১৭২ রানে আটকে যায়। টনি ৬৬ ও চার্লস আমিনি ৩১ রান করেন। ২টি উইকেট নেন মুজারাবানি। দল হারলেও ম্যাচের সেরা হন টনি।
দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে আমেরিকা ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। টেলর ২৬, মনাঙ্ক ৩২ ও নিসর্গ ২৮ রান করেন। লিডস ও পল ভ্যান ২টি করে উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৩ উইকেটে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯১ রান করে অপরাজিত থাকেন লিডস। ২৬ রান করে নট-আউট থাকেন এডওয়ার্ডস।
কারা অংশ নেবে ২০২২ টি-২০ বিশ্বকাপে
আয়োজক দেশ : অস্ট্রেলিয়া।
গত বিশ্বকাপ থেকে যোগ্যতা অর্জন করেছে : আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নমিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
গ্লোবাল কোয়ালিফায়ার-এ থেকে যোগ্যতা অর্জন করেছে : আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
গ্লোবাল কোয়ালিফায়ার-বি থেকে যোগ্যতা অর্জন করেছে : নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Leave a Reply