টি-২০ নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল ইংল্যান্ড ও ভারতের। কিন্তু সিডনিতে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে’ও রাখা হয়নি। ফলে ইংল্যান্ডের চেয়ে পয়েন্ট বেশি হওয়ায় ফাইনালে চলে গেছে ভারতের নারী দল।
আইসিসি’র নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি ছিল তারাই জয়ী হবে। ভারতীয় দল গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিতে উঠেছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারায় ভারত। অপরদিকে চার ম্যাচের তিনটিতে জিতেছে ইংলিশরা। তাই বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হওয়ায় ফাইনালে চলে গেছে ভারত।
সিডনিতে মুষলধারায় বৃষ্টি শুরু হয় মঙ্গলবার থেকে। পরদিন প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেও একই অবস্থা। সিডনির স্থানীয় সময় অনুযায়ী দুপুর ৩টায় ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা। সেই হিসেবে টস হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। কিন্তু টস তো দুরের কথা। বৃষ্টি থামারে কোনো লক্ষণ দেখা না দেয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
Leave a Reply