1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

দিনাজপুরে নবান্নের বদলে কৃষকের ঘরে চাপা কান্না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

ধানের জেলা দিনাজপুরে কৃষকের ঘরে ঘরে নবান্নের বদলে এখন চাপা কান্না ও হাহাকার। ‘পাকা ধানে মই’- বাংলা এ প্রবাদটি এখানে বাস্তবে রূপ নিয়েছে। ঘন ঘন কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় দেখা গেছে কোথাও পাকা ধান নুইয়ে পড়েছে, আবার কোথাও আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। এ পরিস্থিতির সাথে যোগ হয়েছে শ্রমিক সঙ্কট। শ্রমিক পাওয়া গেলেও দিতে হচ্ছে উচ্চ মূল্য। এতে করে জমির অর্ধেক ধান শ্রমিকদের মজুরি দিতেই চলে যাচ্ছে। সার্বিক অবস্থায় এ অঞ্চলের কৃষকরা এখন রীতিমতো দিশেহারা।

দিনাজপুর সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা ভারী বৃষ্টি আর বাতাসে মাঠের পাকা ধান মাটিতে নুইয়ে পড়ে ও পানিতে তলিয়ে গেছে। আবার কোথাও কোথাও ধান কেটে বেঁধে জমিতে রাখার পর এখন বৃষ্টির পানিতে ভাসছে। অনেকে আবার আধা পাকা ধান বাধ্য হয়ে কেটে ফেলছেন। এতে ফলন বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। কৃষকরা জানান, গত মৌসুমে ইরি-বোরো ফলন বিঘাপ্রতি ৪০ থেকে ৪৫ মণ করে হলেও এবার বিঘাপ্রতি ৩০ থেকে ৩৫ মণ ফলন হয়েছে। এদিকে শ্রমিক সঙ্কটে দিশেহারা কৃষকের জমির অর্ধেক ধান শ্রমিকদের মজুরি দিতেই চলে যাচ্ছে। তবু সময়মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

সদর উপজেলার মোহনপুর এলাকার কৃষক ইয়াসিন আলী বলেন, ‘৮ বিঘা জমিতে বোরো ধান লাগাইছি। ৫ বিঘা কাটছি হারভেস্টার মেশিন দিয়ে। বাকি জমির ধান কাটতে পারি নাই ঝড়-বৃষ্টিতে ধান মাটিতে নুইয়ে পড়ায়। এখন তো শ্রমিক পাওয়াই যাচ্ছে না। বাইরের উপজেলা থেকে ধান কাটা শ্রমিক এনেছি। ১০ হাজার টাকা বিঘা দাম দিয়ে মাটিয়ে নুইয়ে পড়া ধান কাটতে লাগিয়ে দিয়েছি। তবু ধান কাটতে চান না শ্রমিকরা। জমির অর্ধেক ধান শ্রমিকদের মজুরি দিতেই চলে যাচ্ছে। এবার খুব লসের মুখে পড়েছি।’ একই গ্রামের কৃষক ফজর আলী বলেন, ‘ঝড়ের পূর্বাভাস পেয়ে তড়িঘড়ি করে কিছু জমির ধান কেটে ঘরে তুলেছি। দুই রাতের বৃষ্টি আর বাতাসে আমার চার বিঘা জমির পাকা ধান মাটিতে পড়ে গেছে। এখন দ্বিগুণ দাম দিয়ে এ ধান কাটাতে হবে। তাও মিলছে না শ্রমিক। কারণ মাটিতে পড়া ধান কাটতে চান না শ্রমিকরা। আবার পাওয়া গেলেও বিঘাপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা চাচ্ছে। উপায় না থাকায় বাধ্য হয়ে বেশি দামে কাটাচ্ছি। বাজারে ধানের দাম কম। কষ্ট করে ধান ফলিয়ে যদি এ অবস্থা হয়, তাহলে না খেয়ে থাকতে হবে।’

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, জেলায় ২০১৮-১৯ অর্থবছরে এক লাখ ৭৪ হাজার ২২০ হেক্টর জমিতে সাত লাখ ২৯ হাজার ২৬৩ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয়। ২০১৯-২০ অর্থবছরে এক লাখ ৭১ হাজার ২৫০ হেক্টর জমিতে উৎপাদিত হয় সাত লাখ ৩১ হাজার ১৭৩ মেট্রিক টন এবং ২০২০-২১ মৌসুমে এক লাখ ৭১ হাজার ৪০০ হেক্টর জমিতে সাত লাখ ৪০ হাজার মেট্রিক টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) খালেদুর রহমান বলেন, বৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা নেই। কিছু জায়গায় ধানের জমিতে পানি আটকে গেলেও আমরা কৃষকদের পানি বের করার জন্য বলেছি। স্থানীয় কৃষি কর্মকর্তারাও কৃষকদের পরামর্শ দিচ্ছেন। পানি লেগে থাকা ধান কৃষকরা কেটে নিচ্ছেন। আশা করছি তেমন ক্ষতি হবে না।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, দখিনা বাতাসের সাথে পশ্চিমা লঘু চাপের সংমিশ্রণের কারণে আকাশে প্রচুর মেঘমালার সৃষ্টি হচ্ছে। এটি হিমালয় পর্বমালায় বাধাপ্রাপ্ত হয়ে আবার ছড়িয়ে পড়ছে। এ জন্য আকাশ সব সময় মেঘলা থাকছে। আগামী পাঁচ-সাত দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com