1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

হজের বিমান ভাড়া ও প্যাকেজ নির্ধারণ আজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

করোনায় দুই বছর বন্ধ থাকার পর চলতি বছর থেকে আবার হজ করার সুযোগ পাচ্ছেন দেশের মুসল্লিরা। আর এ হজ প্যাকেজে ঢাকা-সৌদি আরব-ঢাকা রুটে বিমান ভাড়া নির্ধারণ নিয়ে সভা হবে আজ বুধবার। বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, সভায় বিমান ভাড়া, ফ্লাইটের সময়সূচি, ব্যালটি (সরকারি ব্যবস্থাপনা) ও ননব্যালটি (বেসরকারি ব্যবস্থাপনা) হজ ফ্লাইট নির্ধারণ, কর্মপরিকল্পনা, সমন্বয় কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সূত্র জানিয়েছে, চলতি বছর ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ ১ লাখ ৫১ জন হজ করার সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এ বছর হজের জন্য দুটি শর্ত দিয়েছে সৌদি আরব সরকার। সেগুলো হলো- হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে এবং নিতে হবে করোনার পূর্ণ ডোজ টিকা। সৌদির উদ্দেশে রওনার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবার শতভাগ হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল

মো. মফিদুর রহমান বলেন, ‘হজ যাত্রীদের বিমানবন্দরে সেবা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তাদের যাতায়াত নির্বিঘœ রাখতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এবার অল্প সময়ের মধ্যে অনেক হজযাত্রী পরিবহন করতে হবে। যাত্রা নিরাপদ করতে বিমান ও সৌদিয়ার পাশাপাশি থার্ড ক্যারিয়ারে যাত্রী পরিবহনের সুযোগ রাখতে হবে।’ হজযাত্রীদের বিমানের ভাড়া কমানোর দাবিও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com