চোটের কারণে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি ও নেইমার। আগের ম্যাচের একাদশে আরও পাঁচটি বদল আনলেন কোচ মরিসিও পচেত্তিনো। কিন্তু অঁজিকে হারাতে কোনো বেগ পেতে হলো না পিএসজিকে। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ফরাসি লিগ ওয়ানের শিরোপা ঘরে তোলার একদম কাছে পৌঁছে গেল তারা।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্যারিসিয়ানরা। প্রথমার্ধে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। দ্বিতীয়ার্ধে দলটির বড় জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস।
লিগ শিরোপা পুনরুদ্ধারের সুবাস নিয়ে খেলতে নেমেছিল পিএসজি। অঁজির বিপক্ষে তারা কাঙ্ক্ষিত জয় তুলে নিলেও তাদের উৎসবে বাধ সাধে অলিম্পিক মার্সেই। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলটি দুবার পিছিয়ে পড়েও নঁতেকে হারায় ৩-২ গোলে। ফলে পিএসজিকে থাকতে হচ্ছে অপেক্ষায়। বাকি পাঁচ ম্যাচে কেবল ১ পয়েন্ট পেলেই লিগ চ্যাম্পিয়ন হবে তারা।
৩৩ ম্যাচে ২৪ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭৭। সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে মার্সেই। তাদের অর্জন ৬২ পয়েন্ট। তালিকার ১৪ নম্বরে থাকা অঁজির নামের পাশে রয়েছে ৩৪ পয়েন্ট। লিগ ওয়ানের গতবারের চ্যাম্পিয়ন লিল ৪৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৯-এ।
Leave a Reply