ম্যারাডোনার হাত দিয়ে দেয়া সেই গোল নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্কের শেষ নেই আজো। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যা ঘটিয়েছিলেন ফুটবল মহারাজ। আর্জেন্টাইন কিংবদন্তির সেই গোলের জার্সি অনলাইনে নিলামে দেয়া হয়েছে। আর এ নিয়েও সামনে এলো বিতর্ক।
ম্যারাডোনা তনয়া দালমার দাবি, নিলামে উঠা জার্সিটি বিখ্যাত সেই ‘হ্যান্ড অব গোলে’র জার্সি নয়!
১৯৮৬ সালে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার জোড়া গোলেই বিশ্বকাপের স্বপ্নচূর্ণ হয়েছিল ইংল্যান্ডের। ম্যাচের ৫১তম মিনিটে ইংল্যান্ডের পেনাল্টি বক্সের মধ্যে লাফিয়ে উঠে গোলরক্ষক পিটার লিল্টনের মাথার ওপর দিয়ে হাতে ঠেলে বল জালে পাঠিয়েছিলেন ম্যারাডোনা।
ইংল্যান্ডের ফুটবলাররা হ্যান্ড বলের দাবি জানালেও রেফারি মনে করেছিলেন, হেড করেই গোল করেন ম্যারাডোনা। চার মিনিটের ব্যবধানে পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন আরেকটি গোল করে দর্শকদের তাক লাগিয়ে দেন ম্যারাডোনা। সেই থেকে বিতর্ক আর প্রশংসার প্রবাহ বয়েই চলছে।
দালমার দাবি, ৯০ মিনিটে দুটি জার্সি ব্যবহার করেন ম্যারাডোনা। ইংল্যান্ডের সাবেক ফুটবলার হজের কাছে থাকা জার্সিটি (যেটি নিলামে উঠছে) ম্যারাডোনা ব্যবহার করেছিলেন প্রথমার্ধে।
Leave a Reply