1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

যারা ইতিহাস বিকৃত করতে চায় তারা ক্ষমা পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা ইতিহাস ধামাচাপা দিতে চায়, বিকৃত করতে চায়; তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাসও তাদের ক্ষমা করবে না।

আজ রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না। তাকে এবং তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কল্পনা বাস্তবায়ন করছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করেছেন শেখ হাসিনা। এটা তার দক্ষতারই প্রমাণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এএইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com