বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমেছে। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ২.৫৭ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শনিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। একই সময়ে উপসর্গ নিয়ে ১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আজ রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১ জন রোগী।
২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৬৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৯ জনের করোনা ছিলো পজেটিভ।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ গতকাল শনিবার দিবাগত রাতে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৫৭ ভাগ।
Leave a Reply