1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

‘হাইকোর্টের শোকজ করা ব্যক্তি কীভাবে সিইসি হতে পারেন’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২

হাইকোর্টের শোকজ করা ব্যক্তি কীভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হতে পারেন-এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের রক্ত চুষে খাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সাভারে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন।

আজ বুধবার ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন, নাজিম উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

রিজভী বলেন, ‌‘আজকের এই সভা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। মোটা চাল ৬০-৬৫ টাকা, কোথাও কোথাও ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি জিনিসপত্রের দাম ২০ শতাংশ থেকে ৬৫ শতাংশ বেড়েছে। আটা, চিনি, পেঁয়াজ সব কিছুর দাম বেশি। এই সময় রবিশস্যের মৌসুম। এই সময়ে শাকসবজি হয়, বিভিন্ন ধরনের ডাল হয়। চৈত্র্য মাসে যেমন- বাড়িতে আগুন লাগলে দাউ দাউ করে আগুন জ্বলে, তেমনি করে বাজারে জিনিসপত্রের দামে আগুন লেগেছে। যারা মধ্য নিম্ন আয়ের মানুষ, পোশাক শ্রমিক, ভ্যান-রিকশা চালক নিঃশেষ হতে হতে তারা রাস্তার সঙ্গে মিশে যাচ্ছে।’

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘খবরের কাগজ দেখেন, গতকালই ১৯ থেকে ২৫ টাকা লিটারে বৃদ্ধি পেয়েছে। খোলা বাজারে যে তেল ১৪৩ টাকায় লিটার বিক্রি হওয়ার কথা, তা বিক্রি হচ্ছে ১৭৫-১৮০ টাকায়। সাধারণ দোকানদার তারাও বলছেন আমরা করব কী? অনেক দোকানি সয়াবিন তেল পাইকারদের কাজ থেকে কেনা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। যারা পরিবেশক তারাই তো দাম বৃদ্ধি করছে, আমি যদি দাম বৃদ্ধি না করি তাহলে আমার লোকসান হবে। এ কারণে অনেক দোকানদার সয়াবিন তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। পাইকার কারা? তারা হচ্ছে সিন্ডিকেট। আওয়ামী লীগের সিন্ডিকেট। তারাই তেলের দাম নিয়ন্ত্রণ করছে। ’

তিনি আরও বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শুধু শুনবেন লুটপাট, হরিলুট আর দুর্ভীক্ষ। ‘৭২ থেকে ‘৭৪ দুর্ভীক্ষ দেখেছি। সেই দুর্ভীক্ষের পদধ্বনি শুনছি।’

ছবি: সংগৃহীত

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাচ্ছে। কানাডা বানাচ্ছে। তিনি নাকি বাংলাদেশকে থাইল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছেন। আসলে এই সরকার মানুষের কোনো কল্যাণ করে না। এরা লুটেরা, দানব এবং দুর্ভীক্ষের সরকার। তারা গত ১১-১২ বছরে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরা কানাডায় বেগমগঞ্জ বানিয়েছে, মালয়েশিয়া সেকেন্ড হোম বানিয়েছে। এই সরকার জনগণের রক্ত চুষে খাচ্ছে।’

হাইকোর্টের শোকজ করা ব্যক্তি কীভাবে সিইসি হতে পারেন? প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘এই সিইসি এই সরকারের সুবিধাভোগী। তাকে একবার হাইকোর্ট শোকজ করেছিল। এই মানুষ কী করে নির্বাচন কমিশনের প্রধান হতে পারেন? আইনে স্বাধীন থাকলেও ব্যক্তির হৃদয় যদি স্বাধীন না হয় কোনোদিন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর শেখ হাসিনা সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে-এটা কোনো পাগলেও বিশ্বাস করে না।’

সভা শেষে নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশি বাধায়-তা পন্ড হয়ে যায়। এতে রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে এগোতে থাকে। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ অতর্কিতভাবে হামলা ও নির্বিচারে লাঠিচার্জ করে। এ ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com