1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

যে প্রশ্নের উত্তর দিলেন না সাকিব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্টে খেলবেন কিনা- সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দিলেন না সাকিব আল হাসান। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে একটি শোরুম উদ্বোধন করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। সেখানেই তার কাছে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্টে খেলার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তিনি কোনো উত্তর না দিয়ে হাসিমুখে বেরিয়ে যান। তবে কি টেস্টে পাওয়া যাবে না সাকিবকে?

এ মাসের ১২ তারিখে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। ৫ সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবেন টাইগাররা। ১৮ মার্চ সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ। বাকি দুটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২০ মার্চ জোহানেসবার্গ ও ২৩ মার্চ সেঞ্চুরিয়ন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ, ডারবানে। ৮ এপ্রিল কবেরায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬ টেস্ট ও ১৩ ওয়ানডে খেলে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

গত সোমবার বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘সাকিব একটা চিঠি দিয়েছিল যে, ৬ মাসের জন্য খেলবে না। টেস্ট থেকে অব্যাহতি চেয়েছিল; কিন্তু সেটা আইপিএল নিলামের আগে। এর পর আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল সে শ্রীলংকা সিরিজে খেলবে, দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলার কথা ছিল না। এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না, পরিস্থিতি বদলে গেছে। সে বলেছে, এই ওয়ানডে সিরিজের পরই প্রেসিডেন্ট স্যারের সঙ্গে বসবে, কথা বলবে।’

তবে ওইদিন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে বিসিবি সভাপতি মাঠেই সাকিবের সঙ্গে কথা সেরে নেন। নাজমুল হাসান পাপন বলেছিলেন, দূর থেকে আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে আসো…। ও একটু হেসে বললো, আপনি যা বলেন। আমি এখন পর্যন্ত যা জানি সে খেলবে। ও একবারও বলেনি যে, খেলবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com