1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

আটলান্টিক সিটির স্কুল ডিস্ট্রিক্টে বর্নাঢ্য আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার    সিটির স্কুল ডিস্ট্রিক্টের উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’পালিত হয়েছে। ওইদিন  সকালে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটি হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি , সংগীত, নৃত্য এবং ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

সভার শুরুতে বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে মহান  ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নীতে  বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষনের অংশ বিশেষ  প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে  ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট  লা কোয়েটা স্মল, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সংগঠনের ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, কমিউনিটি  ব্যক্তিত্ব বিনোদ ভেলোর, ডোমিনিকান আমেরিকান লুইস রদ্রিগেজ ।অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’আবৃত্তি করেন সুব্রত চৌধুরী।

মিসেস  লা কোয়েটা স্মল তাঁর বক্তৃতায়   ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি তার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে বলেন, স্কুল ডিস্ট্রিক্টে বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের  বারোটি  ভাষা ভাষীর ছাত্র- ছাত্রীরা মঞ্চে এসে তাদের নিজ নিজ দেশের জাতীয় পতাকা হাতে নিজ নিজ মাতৃভাষায় অনুষ্ঠানে উপস্হিত সুধীজনদের স্বাগত  সম্ভাষণ জানান, যা অনুষ্ঠানে  ভিন্ন আবহের সৃষ্টি করে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন  সামিয়া আক্তার , সুদীপ্তা চৌধুরী, দিলরুবা পারভীন,লায়লা জাহান, ফ্লোরেনস, নিকোলাস,ইয়ানডেল,কুনাল, জুন ইয়ুন চ্যাং, জিসান প্রমুখ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিদহাত সিদ্দিকী।

আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য  সুব্রত চৌধুরীকে আটলান্টিক সিটি স্কুল  ডিস্ট্রিকে ’আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনে   তাঁর ঐকান্তিক প্রচেষ্টার  জন্য  পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান এর সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন    ড: ডিয়েডরা উইলিয়ামস, কেরি হারভে,আহমেদ খান,প্রদীপ দাশগুপ্ত ,আরনেসট চিতহাম, কনস্টেনস ডেইজ চ্যাপম্যান, ড: শেরি আলেকজানডার, কেনডাল উইলিয়ামস, জেসন গ্রিমস, সামান্তা সিকলার প্রমুখ ।

উল্লেখ্য,  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এবার ব্যাপক আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘   উদযাপিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com