মেহেরপুরের মুজিবনগরে রোগীকে ধর্ষণের অভিযোগে আলাউদ্দীন ওরফে আলী নামের এক পল্লী চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলের দিকে আদালত তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠায়।
আলাউদ্দীন জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মঈন উদ্দীনের ছেলে। ধর্ষিতার বাড়ি পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামে। ধর্ষিতার দায়ের করা মামলায় মুজিবনগর থানা পুলিশ তাকে শনিবার দুপুরে আটক করে আদালতে পাঠায়। পরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক হাসান শনিবার বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের মধ্য বয়সী এক নারী চিকিৎসা নিতে পল্লী চিকিৎসক বিশ্বনাথপুর গ্রামের আলাউদ্দীনের বাড়িতে যান। এসময় আলাউদ্দীনের বাড়িতে কেউ না থাকায় ওই মহিলাকে টেনে হেঁচড়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষিতা বিষয়টি গ্রামের লোকজনকে জানান। এসময় চিকিৎসক আলাউদ্দীন পালিয়ে যায়।
পরে ধর্ষিতা মুজিবনগর থানায় তাৎক্ষণিকভাবে মামলা করেন। মামলার জের ধরে মুজিবনগর থানা পুলিশ এদিনই দুপুরে তাকে আটক করে। পরে মেহেরপুর তাকে মেহেরপুর আদালতে নিলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
Leave a Reply