ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। তীব্র শীত ও বৃষ্টিসহ মেঘাচ্ছন্ন আকাশ উপেক্ষা করে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১০ কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
এই ইউনিয়নে ১৮ হাজার ৪’শ ৮২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। নৌকার প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যানর ফারুক হোসেন বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে ও আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাফিয়া খাতুন। এছাড়া নির্বাচনে সাধারণ পুরুষ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৪ জন ম্যাজিস্ট্রেট, পুলিশের স্টাইকিং ফোর্স, র্যাব ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
Leave a Reply