মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান তাকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। বুধবার তার এ ঘোষণার মধ্য দিয়ে টালমাটাল মালয়েশিয়ার রাজনীতি নতুন দিকে মোড় নিল। সোমবার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ কোনা কারণ না জানিয়ে পদত্যাগ করেন। এর পর দেশটির রাজা তাকে অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
মালয়েশিয়ার এই চলমান সংকটের দুই পক্ষ হলো ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ ও তার এক সময়ের ঘনিষ্ঠজন ৭২ বয়সী আনোয়ার ইব্রাহিম। ২০১৮ সালে আচমকা তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করে নাজিব রাজাককে ক্ষমতাচ্যুত করেন। দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা মাহাথির হলেন সর্বশেষ এই সংকটের মূলহোতা। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় যাওয়ার কিছুদিন পর আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন মাহাথির। কিন্তু অনেক জল্পনা-কল্পনার পর মাহাথির মোহাম্মদ গত সোমবার পদত্যাগ করলেন ঠিকই কিন্তু প্রতিশ্রুতি রাখলেন না। গুঞ্জন উঠল আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে নতুন জোট করে ফের প্রধানমন্ত্রীর পদে বসছেন তিনি।
তবে এমন আভাস কিছুদিন ধরেই পাওয়া গেলেও ইব্রাহিমের দেওয়া গতকালের ঘোষণা মাহাথিরের ফের প্রধানমন্ত্রী হওয়ার বাসনাকে বাধাগ্রস্ত করল। এদিকে এর আগে ক্ষমতাসীন জোট পাকাতান হারপান থেকে মাহাথিরের দলের আইনপ্রণেতারা ইতোমধ্যে পদত্যাগও করেছেন। এদিকে সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন আধুনিক মালয়েশিয়া গড়ার কারিগর হিসেবে পরিচিত ডা. মাহাথির মোহাম্মদ। বুধবার সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘একজন সাধারণ মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে। আমার পদত্যাগ যদি ভুল হয়ে থাকে তা হলে আমি ক্ষমা চাচ্ছি।’ ইব্রাহিম গতকাল বলেন, ‘পাকাতান হারাপান জোট পুনর্গঠনের জন্য আয়োজিত এক বৈঠকে মাহাথির মোহাম্মদকে সভাপততিত্ব করার অনুরোধ করে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি মঙ্গলবারের ওই বৈঠকে উপস্থিত হতে অস্বীকৃতি জানান।’
Leave a Reply