করোনা মহামারীর কারণে চাকরি ও কর্ম হারিয়ে গ্রামে ফেরাদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ৬ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন তারা। সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, করোনার কারণে শহরকেন্দ্রিক জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক কর্মজীবী হঠাৎ কাজ হারিয়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এসব মানুষের অধিকাংশই এখনো গ্রামে অবস্থান করে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যকেজের সুবিধার আওতায় এসব মানুষকে আনা একান্ত প্রয়োজন। অন্যথায় গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এসব মানুষের জন্য গ্রামেই উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। ব্যাংকগুলোর মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। ঋণদাতা ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের এই তহবিল থেকে ০.৫ শতাংশ সুদে ঋণ নিয়ে গ্রাহকদের ৬ শতাংশ সুদে বিতরণ করবে।
তহবিল থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এ ক্ষেত্রে ঋণগ্রহীতাদের কোনো ধরনের জামানত দিতে হবে না। এর আওতায় ঋণগ্রহণকারী খেলাপি না হলে পরিশোধের পর নতুন করে ঋণ নিতে পারবেন। তহবিল থেকে ঋণ দিয়ে কোনোভাবেই পুরনো ঋণ সমন্বয় করা যাবে না। পুনঃঅর্থায়নের এই স্কিমের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩০ অক্টোবর। তবে পরে ঋণ আদায় প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এ তহবিলের আওতায় ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক ৮টি খাত নির্বাচন করেছে। এগুলো হচ্ছে- স্বল্প পুঁঁজির স্থানীয় ব্যবসা, পরিবহন খাতে ছোট আকারের যানবাহন ক্রয়, হালকা প্রকৌশল শিল্প, মৎস্য ও পশুসম্পদ, তথ্যপ্রযুক্তির জন্য সেবাকেন্দ্র (সার্ভিস সেন্টার) স্থাপন, ফল ও শাকসবজি আবাদ, কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং ঘর নির্মাণ ও মেরামত।
Leave a Reply