ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের পুকুরপাড় ঘিরে মিনি পার্কের ৫২০ মিটার নবনির্মিত রাস্তা উদ্বোধনের ৩৪ দিনের মাথায় প্রায় ১২ স্থানে ফাটল ধরেছে। কাজের মান নিয়ে স্থানীয় সচেতন মহলসহ সাংবাদিকেরা প্রশ্ন তুললে রাস্তার ফাটল তড়িঘড়ি করে মেরামত করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের কাছে এই রাস্তার ব্যয় ও কাজের মানের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
জানা গেছে, এডিবি ও রাজস্ব মিলে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এই মিনি পার্কসহ রাস্তা নির্মাণ করা হয়েছে। এর আগে উপজেলা পরিষদ মিনি পার্ক হিসেবে গত ২২ নভেম্বর ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। গত বৃহস্পতিবার মিনি পার্কের রাস্তায় ফাটল নিয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে এর নির্মাণ ব্যয় ও কাজের মান নিয়ে জানতে চাইলে তিনি মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
রবিবার বিকালে গিয়ে দেখা যায়, রাস্তায় ফাটলের স্থানগুলোতে বালু-সিমেন্টের প্রলেপ লাগিয়ে মেরামত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান মোবাইল ফোনে বলেন, পুকুরপাড়ের কাজে অনিয়ম হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply