বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে মসজিদে নববী ও রাসুলের (সা.) রওজা মোবারক জিয়ারত করিয়েছেন এক যুবক। গতকাল শুক্রবার জুমার দিন ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে।
বাবাকে কাঁধে নিয়ে ওই যুবকের জিয়ারতের ছোট্ট একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আলআরাবিয়া।
যুবকটির পরিচয় পাওয়া যায়নি। আলআরাবিয়ার প্রতিবেদনে জানা যায়, তার পোশাক-পরিচ্ছদ ও চেহারা দেখে মধ্যপ্রাচ্যের নাগরিকই মনে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবাই তার প্রশংসায় পঞ্চমুখ।
সৌদি আরবের শরয়ী উপদেষ্টা ও গবেষক জিয়াদ আলকুরাশি এ ঘটনার প্রশংসা করলেও এটি যে খুব বড় কাজ সেটি মানতে নারাজ তিনি। আলকুরাশি বলেন, মাতা-পিতা সন্তানকে যে কষ্ট করে লালন-পালন করেন তার তুলনায় এটি সামান্য। তবে বাবার প্রতি যুবকের এই দয়া ও ইহসান তার জান্নাত লাভের অন্যতম মাধ্যম হতে পারে বলে তিনি আশা করেন।
Leave a Reply