যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আবারো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস মহামারিতে নতুন রেকর্ড হয়েছে নিউইয়র্ক সিটিতে। শুক্রবার ২১ হাজার ২৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের পরিসংখ্যান অনুসারে, এর আগে নিউইয়র্কে সর্বোচ্চ দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছিল চলতি বছরের ১৪ জানুয়ারি। ওই দিন ১৯ হাজার ৯৪২ জন শনাক্ত হয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হওয়ার হার কম। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন।
তুলনামূলক হিসাবে ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৮ হাজার ৮৮। সংক্রমণ চূড়ায় পৌঁছার সময় মধ্য এপ্রিলে নিউইয়র্কে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁয়েছিল।
শুক্রবারের তথ্য অনুসারে, এক সপ্তাহের ব্যবধানে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৪ শতাংশ। মঙ্গলবার সেখানে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ২৬৬।
Leave a Reply