বর্তমানে তালেবান সদস্যদের সুনির্দিষ্ট কোনো ইউনিফর্ম নেই যার কারণে সাধারণ মানুষের সাথে তাদের পার্থক্য করতে সমস্যা হয়ে যায়
আফগানিস্তানের তালেবান সদস্যদের জন্য একই রঙের ইউনিফর্ম তৈরি করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে খবর দিয়েছেন পদস্থ তালেবান কর্মকর্তারা। তারা বলেছেন, তালেবান সদস্যদের মধ্যে আরো বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে। তালেবান কর্মকর্তারা বলছেন, কোনো কোনো দুষ্কৃতকারী তালেবানের পোশাক পরে এবং তালেবানের নাম ভাঙিয়ে জনগণের সাথে দুর্ব্যবহার ও প্রতারণা করছে। এ ধরনের প্রতারণা প্রতিহত করার লক্ষ্যে সকল তালেবান সদস্যকে একটি সুনির্দিষ্ট ইউনিফর্মের আওতায় নিয়ে আসা হবে।
তালেবানের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মৌলভি মোহাম্মাদি বলেছেন, জনগণ যাতে সাধারণ মানুষ ও তালেবান সদস্যদের মধ্যে পার্থক্য বুঝতে পারে সেজন্য আমাদের সেনাদের জন্য বিশেষ পোশাক তৈরি করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
বিশ্বের সব দেশেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের আলাদা ইউনিফর্ম থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই বাহিনীর বাইরে অন্য কাউকে তা পরার অনুমতি দেয়া হয় না।
সূত্র : পার্সটুডে
Leave a Reply