রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় আবারো মৃতের সংখ্যা বেড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত রামেকে মৃত্যু হয়েছিল ১৩ জনের। শনিবার তা ১১ জনে নেমে এলেও রোববার ফের মৃত্যু বেড়ে ১২ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে রামেকের করোনা ইউনিটে ওই ১২ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর চারজন, নাটোরের দু’জন ও পাবনার একজন প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন নওগাঁর দু’জন, চাঁপাইনবাবগঞ্জের দু’জন ও রাজশাহীর একজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন।
শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে কোভিড রোগী শনাক্ত হয়েছেন ২৩ জন। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরো ১৮৪ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৯ দশমিক ২৪ ভাগ। চাঁপাইনবাবগঞ্জের ৩১ দশমিক ১৪ ভাগ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত রামেক হাসপাতালে করোনায় মোট মারা গেছে এক হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের।
Leave a Reply