মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ফের এক দিনে দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে যা সর্বোচ্চ সংখ্যক নতুন রোগী শনাক্ত। একই সময় করোনায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়।
বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ২৯৭ জন। এ সময় দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছে ৭৬৯ জন।
অপর দিকে করোনার এশীয় উপকেন্দ্র (এপিসেন্টার) হিসেবে পরিচিতি পাওয়া ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন এক হাজার ৪৩২ জন। বিশ্বে গত এক দিনে মৃত্যুর হিসাবে এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশটিতে শুক্রবার করোনা পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছে ৩০ হাজার ৭৭৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছে সাত লাখ ১৯ হাজার ১৪২ জন, এ সময় বিশ্বে মারা গেছে ১০ হাজার ৬৫ জন। একই দিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে চার লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, করোনা মহামারীতে এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে মোট ২০ কোটি ৬৯ লাখ আট হাজার ২২০ জন, মোট মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৫৭ হাজার ৩৩৭ জনের। আর আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে মোট ১৮ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন। বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা বা কোভিড রোগীর সংখ্যা এক কোটি ৭০ লাখ ছয় হাজার ১০ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার
Leave a Reply