পাটুরিয়া ফেরিঘাটে আজ রোববার রয়েছে যাত্রীদের চাপ। সকাল থেকেই পাটুরিয়ার তিনটি ঘাটেই যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে অন্যান্য দিনের মতো ভোগান্তি না পোহাতে হলেও যাত্রীদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
নড়াইল থেকে আসা সেলিম নামে এক যাত্রী জানান, পরিবহন চললেও ২০০ টাকার ভাড়া আজ ৫০০ টাকা দিতে হচ্ছে। তিনি বলেন, `করোনার এই সময়ে এটা আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার।’
আরেক যাত্রী আলমাছ হোসেন জানান, পাটুরিয়া থেকে প্রায় দ্বিগুণ টাকা দিয়ে এখন ঢাকায় ফিরতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি প্রশাসনের দেখা উচিত।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, যাত্রী ও যানবাহন পারাপারে ১৬টি ফেরি নিয়োজিত রয়েছে। লঞ্চেও যাত্রী পারাপার করা হচ্ছে। তবে লঞ্চ ও ফেরিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব উপেক্ষিত হচ্ছে।
Leave a Reply