যশোর জেলা আওয়ামী লীগের ১৯ জন উপদেষ্টাসহ ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি অনুমোদন দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ঘোষণা করা হলো পূর্ণাঙ্গ কমিটি।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি আবদুল মজিদ, হায়দার গণি খান পলাশ, সাইফুজ্জামান পিকুল, আবদুল খালেক, মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা, অ্যাডভোকেট জহুর আহম্মেদ, অ্যাডভোকেট এবিএম আহসানুল হক, মেহেদী হাসান মিন্টু, এসএম হুমায়ন কবির কবু হয়েছেন।যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, মীর জহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে এসএম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কোষাধ্যক্ষ হিসেবে মঈনুল আলম টুলু ।
এছাড়া ও পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হয়েছেন স্বপন ভট্টাচার্য্য এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, রণজিত কুমার রায় এমপি, মেজর জেনারেল (অব.) অধ্যক্ষ নাসির উদ্দিন এমপি, মোহিত কুমার নাথ, আলেয়া আফরোজ, ফিরোজা রেজা আলী, বীর মুক্তিযোদ্ধা শরীফ খাইরুজ্জামান রয়েল প্রমূখ।
সূত্র : বাসস
Leave a Reply