1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৫ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচ জন ও করোনার উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জন করোনা শনাক্ত হন। শনাক্তের হার ৪৬ দশমিক ৮০ শতাংশ। আজ বুধবার বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ১৪ জনই করোনা পজিটিভ রোগী। বর্তমানে হাসপাতালের ৩০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩০২ জন।’

ডা. সাইফুল ইসলাম বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছেই। হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৭ মার্চ করোনা ইউনিট চালুর পর থেকে এ পর্যন্ত এখানে ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৫৯ জন। একই সময়ে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭৯২ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১ হাজার ৭২১ জন। এ ছাড়া এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৪৯। এদের মধ্যে পজিটিভ রোগী ছিলেন ১ হাজার ৩৪৯ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com