নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই আজ শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনিতে সিডনিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া এবং ভারত। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড বইয়ে ভারতের চেয়ে অনেকটা এগিয়ে অস্ট্রলিয়া। মোট চারবার এই ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার।
ভারতের নারীরা সেখানে নামছেন জার্সিতে বিশ্বজয়ের কোনও স্মারক ছাড়াই। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে অনেক তিক্ত স্মৃতি। গত আসরে শেষচার পর্যন্ত গিয়েছিলেন ভারতের মেয়েরা। কিন্তু সেই বিশ্বকাপ জুড়ে ছিল ক্যাপ্টেন হ্যারি ও মিতালি রাজের দূরত্ব নিয়ে প্রবল বিতর্ক।
এখন আর টি-টোয়েন্টি খেলেন না মিতালি। যদিও ভারতের ওয়ানডে দলের অধিনায়ক তিনি। মিতালি মনে করছেন, অস্ট্রেলিয়া এবারও বিশ্বকাপের ফেবারিট। তবে ভারতও ছেড়ে কথা বলবে না বলে ধারণা তার। মিতালি বলেছেন, অস্ট্রেলিয়া ফেবারিট হিসেবেই নামবে। আবার ভারতীয় টিমটা একই রকম রয়েছে।
অস্ট্রেলিয়া দল পুরোটাই অভিজ্ঞতায় ভরপুর। দলে উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ইনি আবার মিচেল স্টার্কের স্ত্রী ও ইয়ান হিলির ভাইয়ের মেয়ে। টমের ক্যাপ্টেন মেগ ল্যানিংয়েরও অভিজ্ঞতা বিশাল। থাকছেন নারীদের ক্রিকেটে তারকা এলিস পেরিও। ভারতের বড় শক্তি স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মাদের ব্যাট।
মোট ১০টি দেশ লড়াই করবে এবার বিশ্বকাপের ট্রফিটার জন্য।
Leave a Reply