1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

করোনায় সর্বোচ্চ আক্রান্ত : শীর্ষ তালিকায় আরো ২ ধাপ উপরে বাংলাদেশ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১

বিশ্বে সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষ তালিকার আরো দুই ধাপ উপরে উঠে এলো বাংলাদেশের নাম। ১১ লাখ আক্রান্তের সংখ্যা অতিক্রমের দিন শীর্ষ তালিকার ২৬তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

রোববার স্বাস্থ্য অধিদফতর ও ওয়ার্ল্ডোমিটারের সবশেষ প্রকাশিত তথ্য বিশ্লেষণে এমনটাই জানা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে কোভিড রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ তিন হাজার ৯৮৯ জন।

অপর দিকে ওয়ার্ল্ডোমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, রোববার বিকেল পর্যন্ত শীর্ষ তালিকার ২৬তম স্থানে ছিল ইউরোপের দেশ বেলজিয়াম। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১১ লাখ তিন হাজার ৪১৩ জন।

তবে বাংলাদেশে ৫৭৬ জন বেশি আক্রান্ত হওয়ায় এখন বেলজিয়াম শীর্ষ তালিকার ২৭তম স্থানে নেমে গেছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ২০৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৯৪ জন। অর্থাৎ আক্রান্তে বেলজিয়ামকে ছাড়ালেও বাংলাদেশে সেই তুলনায় মৃত্যু কম হয়েছে।

শনিবার পর্যন্ত বাংলাদেশ শীর্ষ তালিকার ২৮তম স্থানে ছিল। এখন ২৮তম স্থানে নেমে গেছে সুইডেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯৪ হাজার ২৮৭ জন।

বর্তমানে শীর্ষ তালিকায় বাংলাদেশের উপরে রয়েছে কানাডা। দেশটিতে আক্রান্ত সংখ্যা ১৪ লাখেরও বেশি। আর মৃত্যু প্রায় সাড়ে ২৬ হাজার।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com