আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর ২১ ফেব্রুয়ারি। সারা বিশ্বে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে। ভাষা দিবস সকলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটে তিনি লিখেছেন, ‘আজ অমর ২১শে ফেব্রুয়ারি। বাংলাজুড়ে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের মাতৃভাষা সহ আমরা সব ভাষাকেই ভালোবাসি।’
মাতৃভাষার স্বীকৃতি আদায়ে শাসকের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে লড়াই। রক্তক্ষয়ী লড়াই শেষে মিলেছিল জয়ের স্বাদ। শুধুমাত্র ভাষার জন্য একটা গোটা জাতির সেই সংগ্রাম আজও মনে রেখেছে গোটা দুনিয়া। ভাষা আন্দোলনের সেই অমর শহীদদের স্মরণে পালিত হয় আজকের দিনটি। নিউজ১৮।
Leave a Reply