সম্প্রতি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ল্যামডা স্ট্রেইন নামক করোনাভাইরাসের ধরনটি ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি ভয়ংকর। গত চার সপ্তাহে কমপক্ষে ৩০টি দেশে এই স্ট্রেইন শনাক্ত হওয়ায় এটি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিচ্ছে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।
সংবাদমাধ্যমটি জানায়, এক টুইটে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ল্যামডা স্ট্রেইনের উৎপত্তি হয়েছে পেরুতে। এটিই করোনায় মারা যাওয়া সর্বোচ্চ মৃত্যুহারের দেশ। এরই মধ্যে এই ধরনটি শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ল্যামডা স্ট্রেইন প্রথম শনাক্ত হয় লাতিন আমেরিকার দেশ পেরুতে। এর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বরের শুরুর দিকে। তারপর থেকে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই ভ্যারিয়েন্টের আধিক্য বেশি। সেখানে করোনায় নতুন আক্রান্তদের মধ্যে শতকরা ৮০ ভাগেরও বেশি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।
Leave a Reply