হবিগঞ্জের বানিয়াচংয়ে বিরোধপূর্ণ কবরস্থানে লাশ দাফনকে কেন্দ্র করে দু’দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রাম ও জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লার পরিবারের মধ্যে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মজলিশপুর গ্রামের লোকজন ও পাশের জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লার পরিবারের লোকজনের মধ্যে মনবাগ এলাকার কবরস্থানটির মালিকানা নিয়ে বিরোধ চলছিল।
সোমবার রাত ৯টায় মজলিশপুর পূর্বপাড় গ্রামের মিয়া হোসেন মিয়ার লাশ দাফনের জন্য বিরোধপূর্ণ কবরস্থানে কবর খনন করা হয়। পরে লাশ দাফন করতে কবরস্থানে গেলে তারা দেখে কবর মাটি দিয়ে ভরাট করছে ইদ্রিছ উল্লার পরিবারের লোকজন। এসময় উভয় দলের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ, ইউপি চেয়ারম্যান ও পাশের বিভিন্ন মহল্লার লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মজলিশপুর মহল্লার ক্যাশিয়ার শবেকদর মিয়া বলেন, সরকারি কবরস্থানটিতে এলাকাবাসী যুগ যুগ ধরে কবর দিয়ে আসছে। ইদ্রিছ উল্লা গংদের কোনো কাগজপত্র না থাকার পরও তারা কবর দিতে বাধা দিচ্ছে।
এব্যাপারে জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লা বলেন, কবরস্থানটির দলিল সূত্রে আমরা মালিক। ভুলক্রমে সরকারের নামে রেকর্ড হয়ে যাওয়ায় আদালতে মামলা চলছে। আমরা জমির মালিক হওয়ায় কবর দিতে বাধা দিয়েছি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, লাশ দাফন নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি শোনা মাত্র পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষের লোকজন আমার কাছে ওয়াদা করেছেন আপস মীমাংসা করবেন। বিষয়টি আমার নজরে আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply