1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

কিশোরীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ : আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় এক কিশোরীর গোসলের ভিডিও দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগে তোফায়েল আহমদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মোগলাবাজার থানা ও আলমপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ার শিবলু মিয়ার কলোনি থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মোগালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম।

অভিযুক্ত তোফায়েল আহমদ তোফায়েল ওই কিশোরীর প্রাক্তন প্রেমিক। তিনি দক্ষিণ সুরমার (সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের) শিবলু মিয়ার কলোনির ভাড়াটে ও পেশায় ডিম ব্যবসায়ী।

জানা গেছে, তোফায়েল ও ওই কিশোরীর মধ্যে দেড় বছরে প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। কিশোরীর অভিযোগ, তোফায়েলের অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল এবং তিনি মদপান করতো। তাই কিশোরী তার সঙ্গে সম্পর্ক রাখেননি। তবে সেই বিচ্ছেদ মেনে নিতে পারেননি তোফায়েল।

কিশোরীর মা বলেন, ‘তোফায়েল কৌশলে বাথরুমে মোবাইল ফোন রেখে আমার মেয়ের গোসলের ভিডিও ধারণ করে এখন ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন। তার কাছে আমার মেয়েকে বিয়ে অথবা ২ লাখ টাকা না দিলে আমাদের ক্ষতিসাধন করবে বলে হুমকি দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তোফায়েলের অত্যাচারে আমার মেয়ে একদম ভেঙে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। ইতিমধ্যে সে দুই দিন আত্মহত্যা করার চেষ্টা করেছে। এছাড়া ওই ছেলের জন্য আমার মেয়ের দুটি বিয়ে ভঙে গেছে।’

এদিকে গোসলের ভিডিও মুঠোফোনে থাকার বিষয়টি স্বীকার করেছেন তোফায়েল। তিনি বলেন, ‘সম্পর্ক থাকাকালে সে (কিশোরী) নিজেই ওই ভিডিও তার মোবাইলে ধারণ করে আমাকে পাঠিয়েছে।’ তবে ব্ল্যাকমেইল ও হুমকি-ধমকির বিষয়ে তোফায়েল বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি শুধু দাবি করেছি আমার কাছে যাতে তাকে (ওই কিশোরীকে) বিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে এসএমপি’র মোগালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তোফায়েলকে আটক করে থানায় নিয়ে এসেছি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলছেন, ওই মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং ওই মেয়েকে বিয়ে করতে চান।’

এদিকে ভুক্তভোগীর কিশোরীর পরিবারও মামলা করতে মোগালাবাজার থানায় উপস্থিত রয়েছেন। তবে দৃশ্য ধারণের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com