বৈশ্বিক মহামরী করোনাভাইরাস মোকাবেলায় ক্ষমতা গ্রহণের ১৫০ দিনের মধ্যে ৩০ কোটি ডোজ করোনার টিকা প্রদানের মাইলফলক ছুতে পেরে বেশ উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার হোয়াইট হাউজে এই মাইলফলক পূরণের কথা জানান আমেরিকার প্রেসিডেন্ট। এ সময় তিনি গবেষক, বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কিন নাগরিক এবং তার পুরো প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সাফল্যের কৃতিত্ত্ব সম্পূর্ণ তাদের।
এ বছর মানুষ স্বাভাবিক গ্রীষ্মকাল পার করবে আশা করে জো বাইডেন বলেন, ‘গত বছরের তুলনায় আমরা ভিন্ন এক গ্রীষ্মকাল উপভোগ করতে চলেছি। আশা করি, এই গ্রীষ্মকাল আমেরিকানদের জন্য আনন্দপূর্ণ হতে চলেছে।’
কিন্তু একটি মাইলফলক ছুতে পারলেও, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ জুলাইয়ের মধ্যে দেশটির ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্কদের অন্তত করোনা টিকার একটি ডোজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে চলেছেন বাইডেন।
এখন পর্যন্ত দেশটির ৬৫.১ শতাংশ প্রাপ্ত বয়স্কদের অন্তত প্রথম ডোজের টিকা প্রদান সম্পন্ন করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্র : ইউএনবি
Leave a Reply